পাবনায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধা মা কাঞ্চন খাতুনকে (৭৫) নির্যাতন করায় ছেলে, পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, বৃদ্ধ মাকে মারধরের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে থানা-পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে স্থানীয়রা বাধার সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর টিম গিয়ে অভিযুক্তদের আটক করে। তাদের সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে হস্তান্তর করা হয়েছে থানায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে তাদের পাবনা আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- কাঞ্চন খাতুনের ছেলে নজরুল ইসলাম (৪৫), পুত্রবধু সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)।
এর আগে শনিবার বিকালে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আম্বিয়া খাতুন অভিযোগ করে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে আমার মায়ের নামে কে যেন মিথ্যা অপবাদ দিয়ে ভাবির কাছে বলেছে, মা নাকি তাকে গালমন্দ করেছে। সে কথা শুনেই ভাবি সরাসরি মাকে মাটিতে ফেলে বেদম মারধর করে। পরে আমার ভাইও এসে মাকে অমানসিক মারধর করে। এতে মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমি মায়ের নির্যাতনের বিচার চাই।’