বুড়িগঙ্গা নদী থেকে নারী, শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়িগঙ্গার পৃথক পৃথক স্থানে মরদেহগুলো ভাসতে দেখে উদ্ধার করা হয়।
তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে চার বছর বয়সি এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। এরপর অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিঞ্জিরার কাছে বরিশুর এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সি এক নারীর মরদেহ পাওয়া যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘সন্ধ্যায় পাওয়া ওই নারী ও পুরুষের হাত বাঁধা ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মিডফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) পাঠানো হয়েছে।’
অপরাধ তদন্ত বিভাগ প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, দুপরে উদ্ধার করা মৃত ওই নারীর আঙুলের ছাপ মুছে গেছে। বিকল্প উপায়ে ওই নারী ও শিশুর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।