বিসিবির নতুন সভাপতি বুলবুল

টাইমস স্পোর্টস
2 Min Read
বাংলাদেশ ক্রিকেটের সাথে আবার সম্পর্কে জড়াচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: আমিনুল ইসলাম বুলবুল, ফেইসবুক

এক দিনের ব্যবধানে বদলে গেল বিসিবির নেতৃত্ব, নবরূপে ক্রিকেট অঙ্গনে ফিরলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়ার পর, বিকেল ৪টা ৩০ মিনিটে বোর্ড সভায় তার সভাপতি হওয়া নিশ্চিত হয়ে যায়।

বিসিবির একাধিক কর্মকর্তা এ খবরটি নিশ্চিত করেছেন। যদিও সভায় আনুষ্ঠানিক নির্বাচন হবে, তবে বোর্ড পরিচালকদের বড় অংশ আগেই বুলবুলের নেতৃত্বে একমত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।

বুলবুল, যিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান, জানিয়েছেন—তিনি অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত। ‘হ্যাঁ, ক্রীড়া পরিষদ আমাকে এই দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমি প্রথমে আইসিসির সঙ্গে কথা বলেছি। ওরা কোনও আপত্তি করেনি। তাই অল্প সময়ের জন্য কাজটা করব, এরপর আইসিসিতে ফিরে যাব’ -বলেছেন বুলবুল। একই সাথে নিশ্চিত হয় সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়ীত্বপ্রাপ্ত হয়েছেন নাজমূল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হিসেবে দায়ীত্বপ্রাপ্ত হয়েছেন ফাহিম সিনহা।

এই পরিবর্তন এসেছে বিসিবির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে পাঠানো অনাস্থা চিঠির পর। বৃহস্পতিবার সকালেই বিসিবির ৯ পরিচালকের মধ্যে ৮ জন ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন। পরে বিকেলে এনএসসি তাকে বোর্ডের পরিচালক পদ থেকেই অব্যাহতি দেয়, ফলে স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয় তার সভাপতির মেয়াদ।

তবে পদত্যাগে অনিচ্ছুক ছিলেন ফারুক। বৃহস্পতিবারেই তিনি বলেছিলেন, ‘আমি পদত্যাগের কথা ভাবছি না। আমাকে তো কেউ সঠিক কারণ বলেনি।’ তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হয়ে এসেছি। আমার ভুল কী হয়েছে, সেটা জানার অধিকার আমার আছে।’

তবে তার আপত্তির পরও এনএসসি ও বিসিবি দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল এখন নেতৃত্বে আসছেন, আর অনেকেই আশা করছেন, তার অভিজ্ঞ ও গ্রহণযোগ্য উপস্থিতি অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন পর্যন্ত স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

আইসিসিতে সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করা বুলবুল জানিয়েছেন, এই দায়িত্ব শেষ হলেই তিনি ফের সেই ভূমিকায় ফিরে যাবেন।

আজকের সভার মধ্য দিয়ে বিসিবির সভাপতির আসনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে—যা দেশের ক্রিকেটে এক উত্তাল দুই দিনের নাটকীয়তার অবসান ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *