বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলন সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও মিরাজ এলেন মিনিট দশেক দেরিতে। গায়ে দলের ট্রাভেল কিট। অথচ একদিন আগেও মিরাজ ছিলেন দলের আর দশজন সাধারণ ক্রিকেটারের একজন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের জরুরি এক জুম মিটিংয়ের পর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে করা হয়েছে ওয়ানডে অধিনায়ক। শান্ত রইলেন কেবল টেস্টের নেতৃত্বে। তিন ফরম্যাটে তিন অধিনায়ক, ওয়ানডেতে মিরাজ, টেস্টে শান্ত আর টি-টোয়েন্টিতে লিটন দাস। ২০২২ সালের পর আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগ ফিরল বাংলাদেশ ক্রিকেট।
অথচ গতকালই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করতে আসা শান্ত জানতেন আসন্ন শ্রীলংকা সফরে টেস্ট-ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর আগে শান্তর সাথে সেভাবে আলোচনা করেননি বোর্ডের পরিচালকরা। যেভাবে তাকে সরানো হয়েছে, এর প্রভাব ড্রেসিংরুমে পড়বে কিনা, এই প্রশ্নের জবাবে মিরাজ শোনালেন আশার কথা। সাথে জানালেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেই নজর রাখছেন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল; প্রায় সমান্তরালেই এগিয়েছে মিরাজ-শান্তর ক্যারিয়ার। আর নেতৃত্ব হাতবদলের পর দুজনের আলোচনাও হয়েছে খোলামেলা। সেই সুবাদে মিরাজ বলেছেন, ড্রেসিংরুমে নেতৃত্ব বদলের প্রভাব পড়বে না। মিরাজ বলেন, ‘শান্তর সঙ্গে কথা হয়েছে। ওর সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গেই ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে আছি। আমাদের যে জিনিসটা মনে হয়, অধিনায়ক তেমন ম্যাটার করে না। দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে। আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে। ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্ব আমি কখনও আলাদা কিছু ফিল করিনি। আশা করি আমার ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।’
জাতীয় দলের প্রথম বহরের সাথে বৃহস্পতিবার শ্রীলংকা পৌঁছেছেন শান্ত। একইদিনে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে মিরাজ প্রস্তাব পান ওয়ানডে অধিনায়ক হওয়ার। অধিনায়ক্ত্বত পাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘শান্ত অনেক দিন ধরে অধিনায়ক ছিল। যখন ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্বে ছিল, নির্দিষ্ট একটা মেয়াদ ছিল। ওটা শেষ হয়ে গেছে। এরপর হয়তো ১-২টা সিরিজেও করিয়েছে। তবে ওর সঙ্গে হয়তো আলোচনা করেছে বা কী করেছে… হয়তো টেস্ট দল নিয়ে আলোচনা করেছে, ওয়ানডে নিয়ে করেছে কিনা আমি সেভাবে বলতে পারব না। আমাকে গতকালকে ফাহিম স্যার ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এরকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’
আপাতত এক বছরের জন্য ওয়ানডের দায়িত্ব পেয়েছেন মিরাজ। নতুন দায়িত্বের মেয়াদকাল নিয়ে মিরাজ আপাতত খুশি হলেও জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেই তার নজর, আগামী এক বছরের মধ্যেই দলকে নিতে চান ভালো একটা পর্যায়ে,’লম্বা সময় থাকলে ভিশন ভালো থাকে। সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে। যেহেতু দল হিসেবে আমরা এখন একটু সংগ্রাম করছি, তাই বোর্ড হয়তো ভেবেছে একটা বছর একটা জায়গায় দাঁড় করাই দলটাকে। এরপর হয়তো পরবর্তী ধাপ দেখবে কন্টিনিউ করবে না কী করবে। এখন সময় এসেছে ওয়ানডে দলটাকে একটা জায়গায় দাঁড় করানোর। দুই জন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন। যারা সুযোগ পাবে তাদেরকেও এই জিনিসগুলো, কারা সুযোগ পাবে, আমার মনে হয় এই এক বছরের মধ্যে সব সেট করা যাবে।’