বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

admin
By admin
2 Min Read
ক্রিস্টেন স্টুয়ার্ট । ছবি: কান উৎসব

‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট বিয়ে করেছেন। আমেরিকান চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে শুভ কাজ সেরে নিয়েছেন তিনি। এখন তারা আনুষ্ঠানিকভাবে ‘বিবাহিত’। রবিবার (২০ এপ্রিল) তাদের চার হাত এক করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সমকামী এই যুগলের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৩ সালে একটি চলচ্চিত্রের শুটিংয়ে তাদের পরিচয়। ২০১৯ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার। ২০২১ সালে দু’জন বাগদান সেরে নেন। তার চার বছর পর বিয়ের মধ্য দিয়ে তাদের প্রেমের সফল পরিণতি ঘটলো।

ডিলান মেয়ারের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট (ছবি: সংগৃহীত)

গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে বিয়ের লাইসেন্স পেয়েছেন তারা। এরপরেই লস অ্যাঞ্জেলেসে তাদের বাড়িতে সাদামাটা আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কেবল দুই জনের ঘনিষ্ঠরা ছিলেন।

ডিলান মেয়ার ও ক্রিস্টেন স্টুয়ার্ট । ছবি: সংগৃহীত

বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে সেদিকে বিশেষ সতর্ক ছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার। বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তারা।

ক্রিস্টেন স্টুয়ার্ট । ছবি: কান উৎসব

২০০৯ সালের মাঝামাঝি ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমে জড়ান ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১২ সালের জুলাইয়ে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে তার পরকীয়ার কথা ফাঁস হয়ে গেলে রবার্ট প্যাটিনসন অভিমানে সরে যান। একই বছরের অক্টোবরে তাদের পুনর্মিলন হয়। কিন্তু ২০১৩ সালের মে মাসে দু’জনে আলাদা হয়ে যান। ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্কের আগে ভিজ্যুয়াল ইফেক্টস প্রযোজক অ্যালিসিয়া কারজাইল, ফরাসি গায়িকা সোকো, নিউজিল্যান্ডের মডেল স্টেলা ম্যাক্সওয়েলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *