বিভুরঞ্জনের ‘অস্বাভাবিক মৃত্যুর পূর্ণ তদন্ত’ দাবি করল আইএফজে

টাইমস রিপোর্ট
1 Min Read
নিহত সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত
Highlights

সাংবাদিকদের অধিকার সুরক্ষার আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশন্যাল ফেডারেল অব জার্নালিস্টস (আইএফজে) এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক যৌথ বিবৃতিতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ‘অস্বাভাবিক মৃত্যুর পূর্ণ তদন্ত’ দাবি করেছে। পাশাপাশি সংগঠন দুটি নিহত সাংবাদিক বিভুরঞ্জনের পরিবারের পুনর্বাসনেরও দাবি জানিয়েছে।

বিবৃতিতে আইএফজে সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলেঞ্জার বলেছেন, ‘বিভূরঞ্জন সরকারের মৃত্যু স্বাধীন সাংবাদিকতার উপর একটি বৃহত্তর আক্রমণ এবং বাংলাদেশে ভয় ও হুমকির সংস্কৃতির মধ্যে মতপ্রকাশের স্বাধীনতার অবক্ষয়কে তুলে ধরেছে।’

তিনি বলেন, ‘আইএফজে অন্তর্বর্তী সরকারকে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এবং সাংবাদিকরা যেন অবাধে তাদের দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে।’

দু’দিন ধরে নিখোঁজ থাকার পর গত ২৩ আগস্ট সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ মেঘনা নদীর মুন্সীগঞ্জ অংশ থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

সেদিন রাতে নিহতর ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ২১ আগস্ট বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার আগে নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি ‘খোলাচিঠি’ ইমেইল করেন তিনি

সেখানে তুলে ধরেন তার সাংবাদিকতা জীবনের নানা পাওয়া-না পাওয়ার হিসাব। খোলা চিঠির নিচে ফুটনোট হিসেবে লেখেন, ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *