বিপুর ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত
Highlights
  • রাজধানীর গুলশান আবাসিক এলাকায় থাকা নসরুল হামিদ বিপুর ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমির বর্তমান দলিলমূল্য ২০০ কোটি টাকা। বিপুর নামে থাকা এ স্থাবর সম্পদ হস্তান্তর বা বিক্রির চেষ্টা চলছে।

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এর আগে বিপুর সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, রাজধানীর গুলশান আবাসিক এলাকায় থাকা নসরুল হামিদ বিপুর ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমির বর্তমান দলিলমূল্য ২০০ কোটি টাকা। বিপুর নামে থাকা এ স্থাবর সম্পদ হস্তান্তর বা বিক্রির চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্তে তার এ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

একই আদালত গত ২০ এপ্রিল নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এসব ব্যাংক হিসাবে ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে।

গত ২৬ ডিসেম্বর ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৮ ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করে দুদক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *