ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে।
শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা গেছে, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
ময়মনসিংহ মাসকান্দা এলাকার সন্তান বিটুকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরিয়ে দেওয়ার এ ঘটনা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োক্যামিস্ট্রিতে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন আশরাফ সিদ্দিকী বিটু। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগের রাজনীতিবিদ শামীমা আক্তার খানম মূলত শামীমা শাহরিয়ার নামে বেশি পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ তিনি কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। শামীমা এক সময় জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। ঢাকার রাজনীতিতেও সক্রিয় ছিলেন শামীমা শাহরিয়ার।