ইসরায়েলের আগ্রাসন বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ থেকে দেশের বিভিন্নস্থানে দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইসব ঘটনায় ইতোমধ্যে দায়ের হয়েছে ১০টি মামলা।
বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা প্রস্তুতির প্রক্রিয়ায় রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।’
ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও জনতার প্রতিবাদ মিছিলের সুযোগে একদল দুর্বৃত্ত বিক্ষোভ থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও আরও কয়েকটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ রয়েছে।
পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) দেয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পুলিশ সোমবার রাতেই একাধিক স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করে।
এতে বলা হয়, ‘বিক্ষোভের সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান চলমান থাকবে যতক্ষণ না সব অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।‘
বিবৃতিতে আরও বলা হয়, ‘তদন্তে সহায়ক তথ্য কেউ দিতে পারলে তারা যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিচারের মুখোমুখি করতে পারবো।’