বিএনপি ও জামায়াতের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছেন ইউনূস

টাইমস রিপোর্ট
1 Min Read
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মাদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Highlights
  • বৃহস্পতিবার বিএনপি কড়া হুঁশিয়ারি দেয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা পুনর্বিবেচনা করবে।

 

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মাদ ইউনূস।

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নানা টানাপোড়েন ও আলোচনার ভেতরেই এই দুই প্রধান দলকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন সরকার প্রধান।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দলটির এক স্থায়ী কমিটির সদস্য শুক্রবার রাতে ইউএনবিকে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিএনপি নেতা জানান, ‘জামায়াতের সঙ্গেও প্রধান উপদেষ্টার পরবর্তী সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক উত্তেজনা প্রশমনের অংশ হিসেবেই এই আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি। দলটি চায় না এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন, কারণ তাতে নতুন সংকট তৈরি হবে।’

‘তবে তারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনপূর্ব সংস্কার দ্রুত সম্পন্ন করে চলতি বছরের মধ্যেই নির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাবেন,’ যোগ করেন তিনি।

অন্যদিকে, শনিবার সকালেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় এক অনুষ্ঠানে জানিয়েছে, সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের সময়সূচিতে তাদের আস্থা রয়েছে।

বৃহস্পতিবার বিএনপি কড়া হুঁশিয়ারি দেয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা পুনর্বিবেচনা করবে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *