বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা বিনিময়। ছবি: টাইমস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দলটিকে শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে শুভেচ্ছা বিনিময় করে। এই সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে ফুল গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে সারজিস আলম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অভিনন্দন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশের ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।‘

এদিকে, সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এই সময় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *