বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি

টাইমস রিপোর্ট
1 Min Read

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ সদস্যবিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন-যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

প্রতিবছর ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *