বাপ্পীর চিকিৎসার দায়িত্বে তারেক রহমান

টাইমস রিপোর্ট
2 Min Read
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাপ্পীকে দেখতে যান। ছবি: টাইমস

বিগত সরকারের আমলে লক্ষ্মীপুরে একাধিকবার ছাত্রলীগ-যুবলীগের দফায় দফায় হামলা-গণপিটুনিতে ছাত্রদল নেতা সুলতান বাপ্পী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। শারীরিক অসুস্থতাও তাকে প্রায় শয্যাশায়ী করে রেখেছে। গত চার বছর ধরে শিকলবন্দী করে রেখেছে তার পরিবার।

বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয় রমারখিল গ্রামের আইশার বাড়ির আব্দুল লতিফ সরকারের ছেলে।

সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি বাপ্পীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসার জন্য বাপ্পীর দায়িত্ব নিয়েছেন।

সোমবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে বাপ্পীর বাড়িতে যান। এ সময় মামুনের মোবাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলের মাধ্যমে বাপ্পীর সঙ্গে কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির জানান, বাপ্পীকে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সকল ব্যবস্থা করে দিয়েছেন।

বাপ্পীর ভাই মো. ছোলায়মান বলেন, ‘২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ মাহফিলে আয়োজন করার পর বাপ্পীকে দফায় দফায় মারধর করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সে মাথায় আঘাত পায়। এমনকি রাস্তায় দেখতে পেলে বলত এতো পেটানোর পরও কীভাবে সে হেঁটে যায়। তাদের গণপিটুনিতে আমার ভাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এরপর থেকে তিনটি  শিকল দিয়ে তাকে আমরা বাড়িতে বেঁধে রাখতাম। তাকে মানসিক হাসপাতালেও ভর্তি করান হয়েছিল।’

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, বাপ্পী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। সবশেষ খালেদা জিয়ার অসুস্থার সময় দোয়া চেয়ে মসজিদে মিলাদ মাহফিল করেন। ওই সময় ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের  দফায় দফায় হামলা-গণপিটুনিতে বাপ্পী অসুস্থ হয়ে পড়েন।

তারা আরও জানান, তারেক রহমান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আশা করি, বাপ্পী উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তিনি আবারও আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে সক্রিয় হবেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমে সহযোগিতায় বাপ্পীর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তারেক রহমান যাবতীয় খোঁজখবর নিয়ে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বলেছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *