এক দিন পরও সন্ধান মেলেনি বান্দরবান জেলা সদরের ইটভাটা থেকে অপহৃত দুই শ্রমিকের।
বুধবার রাতে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ইটভাটার অফিস থেকে তাদের নিয়ে যায় সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া সুপছড়ি এলাকার তপন দাশ (৬৫) ও বান্দরবানের বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে এখনো অপহরণের কারণ বা অপহরণকারীদের পরিচয় জানা যায়নি।
ইটভাটার মালিক চেয়ারম্যান আবদুল কুদ্দুস টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অপহৃত তপন দাশের মোবাইল থেকে ইটভাটার প্রধান ম্যানেজার দিদারুল আলমকে কল করা হয়। এ সময় অপহরণের কথা জানানো হয়েছে। এরপর থেকে ওই মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে।’