বান্দরবান জেলা সদরের সুয়ালক এলাকার একটি ইটভাটা থেকে দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। তাদের একজন ওই ইটভাটার ম্যানেজার। তবে কে বা কারা অপহরণের ঘটনায় জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার রাতে তপন দাশ ও জয়দেব নামের দুই কর্মী অপহরণ হওয়ার বিষয়ে তাকে জানানো হয়।
তিনি বলেন, ‘এ বছর ইটভাটায় ইট পোড়ানোসহ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। তবুও কেন তাদেরকে অপহরণ করা হয়েছে, বুঝতে পারছি না।’
এদিকে স্থানীয়রা দাবি করেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সশস্ত্র ক্যাডারদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তবে কারা এই অপহরণ করতে পারে- সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘অপহরণের ঘটনা সঠিক।’ পুলিশ তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও আশ্বস্ত করেন এই কর্মকর্তা।