বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ গ্রেপ্তার ৯

টাইমস রিপোর্ট
1 Min Read
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন। ছবি: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাটের সাবেক এমপি আমিরুল আলম মিলনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বিভিন্ন স্থানে সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন।

ডিবির দেয়া তথ্য অনুসারে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন (৭০), পল্লবী থানা শাখা যুবলীগের সহ-সভাপতি কাজী সারোয়ার জাহান মিঠু (৪২), যাত্রাবাড়ী ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফিকুল ইসলাম দিলু (৭২), শাহআলী থানা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫), রমনা থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান (৭২), বংশাল থানা শাখা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরান গোলদার (৪৫), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।

গ্রেপ্তার করা সবার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *