‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজ দুটির মাধ্যমে পরিচালক হিসেবে নিজের জাত চিনিয়েছেন সৈয়দ আহমেদ শাওকী। এবার তিনি নির্মাণ করেছেন ‘গুলমোহর’। সবচেয়ে বড় চমক হলো, এতে অভিনয় করেছেন ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারই প্রথম তাকে বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে।
সোমবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার। এর ক্যাপশনে লেখা, ‘ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর’। এতে আভাস রয়েছে, একটি পরিবারকে ঘিরে মিস্ট্রি ও ড্রামার আনাগোনা থাকবে।
‘গুলমোহর’-এর গল্প শুনেই এতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান শাশ্বত চট্টোপাধ্যায়। কারণ তার বাংলাদেশে শুটিং করার ইচ্ছে ছিল। সিরিজটির কাজ করতেই প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে আমার চরিত্রে অন্যরকম আবেগ আছে। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো বাংলাদেশে শুটিং করা। অভিনয়ের প্রস্তাব পেয়ে জানতে চেয়েছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। তাই কাজটি করতে রাজি হয়ে গেলাম।’
সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনা প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘তার টিম খুবই আত্মবিশ্বাসী। আর শাওকী নিজের কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’

চরকি থেকে প্রকাশিত পোস্টারে শাশ্বত ছাড়াও আছে অন্য অভিনয়শিল্পীদের ছবি। তারা হলেন– সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ার। আগামী ১৪ মে দিবাগত রাত ১২টায় (১৫ মে) চরকিতে মুক্তি পাচ্ছে সিরিজটি।
সৈয়দ আহমেদ শাওকী এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর নতুন কাজ নিয়ে দর্শকদের কাছে ফিরছেন। তার প্রসঙ্গে অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, ‘একটি পরিবারের মধ্যকার বিশ্বাস-অবিশ্বাস ও রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প এটি। শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছেন যে তাকে ম্যাজিশিয়ান বলা যায়!’

অভিনেত্রী সুষমা সরকারের দৃষ্টিতে পরিচিত আর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা একটি গল্প ‘গুলমোহর’। তার ভাষ্য, ‘ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়ে-মুচড়ে দেয়, এর প্রতিফলন পাওয়া যাবে এই গল্পে। শাওকীর “গুলমোহর” তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।’

‘গুলমোহর’ হলো পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে– এভাবেই সিরিজটিকে ব্যাখ্যা করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অন্যদিকে গল্পের ব্যাখ্যায় না গিয়ে অভিনেতা মীর নওফেল আশরাফী জিসান বলেন, ‘এটি সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণ। এটাই আমার জন্য যথেষ্ট। আশা করছি দর্শকরাও এটি উপভোগ করবেন।’
সিরিজটি সারিকা সাবাহ’র কাছে স্বপ্নের মতো। তার কথায়, ‘এটি একটি আবেগ, পাশাপাশি নিষ্ঠুরতাও।’