বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: পিক্সাবে

ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে।

বার্তা সংস্থা পিটিআই বুধবার (৯ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (সিবিআইবিসি) বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সিবিআইবিসি জানায়, ২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলারটি বাতিল করা হয়েছে, যেখানে ‌‘বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট ভারতীয় স্থল শুল্ক স্টেশন (এলসিএস) হয়ে ভারতীয় বন্দর বা বিমানবন্দরে কনটেইনার বা সিলযুক্ত ট্রাকে পরিবহন’ অনুমোদন করা হয়েছিল।

ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে, বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারে রপ্তানির জন্য ভারতীয় স্থল বন্দর হয়ে ট্রান্সশিপমেন্টের সুবিধা চালু করা হয়েছিল, যাতে সহজে পণ্য রপ্তানি করা যায়।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মিয়ানমারের বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *