গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের এই সময়ে পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।
ঢাকায় ফিলিস্তিন দূতাবাস সোমবার রাতে রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি।
এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে তোমরা একা নও। আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না। তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব।
ইউসুফ রামাদান আরও বলেন, ফিলিস্তিনের জনগণের পেছনে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম চালিয়ে যাবে। এই সংগ্রাম ততদিন চলবে, যতদিন না ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনো হাল ছাড়ব না। তাদের কাছে মাথা নত করব না। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।