‘গাজায় মানবিক বিপর্যয়ের প্রধান শিকার শিশুরা’

টাইমস রিপোর্ট
2 Min Read
গাজায় নতুন করে হামলায় বহুজন হতাহত হন। ছবি: টিভি থেকে নেওয়া
Highlights
  • গাজা অঞ্চলের মানবিক সঙ্কট উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সেখানে খাবার নেই, ওষুধ নেই। শিশুরা এসব অমানবিকতার প্রধান শিকার।’

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান তার দেশের প্রতি অব্যাহত সহায়তা প্রদান করায় বাংলাদেশের জনগণের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজা অঞ্চলের মানবিক সঙ্কট উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সেখানে খাবার নেই, ওষুধ নেই। শিশুরা এসব অমানবিকতার প্রধান শিকার।’

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

‘বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য একটি মহান সহায়তা হিসেবে কাজ করেছে। বহু বাংলাদেশি জনগণ খাবার এবং ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে যে, এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ,’ বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনের পণ্য বাংলাদেশে আমদানি বাড়ানোর জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী দ্বারা ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্রের ঘোষণা নিন্দা করার জন্য অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে একত্রিত হওয়ায় রাষ্ট্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত রামাদান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থনও প্রকাশ করেন এবং সরকারের সফলতা কামনা করেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। ‘আমাদের জনগণ আপনার পাশে দাঁড়িয়ে আছে। সরকার তার সহায়তা অব্যাহত রাখবে,’ বলেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনে আরো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করবে এবং একটি বাস্তবসম্মত দুই রাষ্ট্রীয় সমাধানের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হবে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *