‘বরবাদ’ নিয়ে শাকিব খানের বিশ্বযাত্রা

admin
By admin
3 Min Read
‘বরবাদ’ ছবিতে শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

আন্তর্জাতিক পরিসরে চলচ্চিত্রের পরিবেশনা শুরু করছে ঢালিউড তারকা শাকিব খানের এসকে ফিল্মস। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি দেবে এই প্রতিষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর আমেরিকায় এসকে ফিল্মস ইউএসএ ও গালফে এসকে ফিল্মস ইউএই সিনেমা পরিবেশনার কার্যক্রম পরিচালনা করবে।

গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ’র আন্তর্জাতিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এসকে ফিল্মস ইউএসএ’র সার্বিক তত্ত্বাবধান করছেন বদরুদ্দোজা সাগর ও ফারজানা আক্তার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “বাংলাদেশে দর্শকদের মধ্যে ‘বরবাদ’ নিয়ে উন্মাদনা দেখে সিনেমাটি উপভোগ করতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙালিরা। শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দেখে মুগ্ধ হওয়া প্রবাসীরা এবার ‘বরবাদ’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে চালানো হবে ‘বরবাদ’। এ তালিকায় থাকছে– নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়া। অন্যদিকে কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরেন্টো শহরে বড় পর্দায় দেখা যাবে ছবিটি।

 

‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ ছবিগুলো প্রযোজনা করেছে এসকে ফিল্মস। এবার চলচ্চিত্র পরিবেশনায় নাম লেখালো প্রতিষ্ঠানটি। অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় এসকে ফিল্মসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশীয় চলচ্চিত্রের জন্য সুফল বয়ে আনবে। একইসঙ্গে বিশ্বব্যাপী বাংলা ছবি জয়যাত্রায় ভূমিকা রাখবে এসকে ফিল্মস।

 

‘বরবাদ’ ছবির গানে শাকিব খান ও ইধিকা পাল। ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

এদিকে মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের ১২১টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্যানুযায়ী, ৩১ মার্চ থেকে ঈদের প্রথম সাত দিনে ছবিটির টিকিট বিক্রি থেকে এসেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, এ ছবির বাজেট ১৫ কোটি টাকা।

 

‘বরবাদ’ ছবির গানে নুসরাত জাহান ও শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

‘বরবাদ’ ছবিতে আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভারতের যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেব, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার। আইটেম গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান।

‘বরবাদ’ সিনেমায় গান গেয়েছেন প্রীতম হাসান, জি.এম. আশ্রাফ, ইমরান মাহমুদুল, কোনাল, নোবেল। গান লিখেছেন সোমেশ্বর অলি, প্রীতম হাসান, ইমামুল তাহসিন, জি.এম. আশ্রাফ ও কলকাতার রিতাম সেন। সুর করেছেন প্রীতম হাসান, জি.এম. আশ্রাফ, খায়রুল ওয়াসী ও কলকাতার রথিজিৎ ভট্টাচার্য।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *