বড় পর্দায় আসছে যাত্রাপালা, প্রিন্সেস চরিত্রে ভাবনা

টাইমস রিপোর্ট
4 Min Read
আশনা হাবিব ভাবনা । ছবি: রনি বাউল

একসময়ের শক্তিশালী ও আবেগময় যাত্রার মঞ্চ এখন পরিণত হয়েছে প্রায় প্রাপ্তবয়স্ক নৃত্য-আসরে। দর্শকরা আজ আর কাহিনি দেখতে আসে না। তাদের আগ্রহ থাকে শহর থেকে আসা ‘প্রিন্সেস’ নৃত্যশিল্পীকে ঘিরে। যাত্রার এমন ভঙ্গুর বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে যাত্রাপালার প্রিন্সেস রোজি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ পরিচালনা করেছেন আসিফ ইসলাম। তার পরিচালিত প্রথম ছবি ‘নির্বাণ’ গত বছর ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। এতে কোনো সংলাপ নেই। একটি কারখানার তিন কর্মীর যাপিত জীবনের চিত্র তুলে ধরা হয়েছে এই ছবিতে। এবার আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রার টিকে থাকার লড়াই সেলুলয়েডে নিয়ে আসছেন তিনি।

আশনা হাবিব ভাবনা । ছবি: ফেসবুক

ভাবনা জানিয়েছেন, দিনের পর দিন অনুশীলন করে যাত্রাশিল্পীদের মতো নাচ শিখতে হয়েছে তাকে। কারণ যাত্রার প্রিন্সেস হওয়ার জন্য অভিনয়ের পাশাপাশি যাত্রার উপযোগী নাচে দক্ষ হওয়া দরকার ছিল। এছাড়া পরিচালকের সঙ্গে পরামর্শ করে চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবির  শুটিং হয়েছে। ভাবনার পাশাপাশি এতে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখ। তাদের বেশিরভাগই যাত্রাশিল্পী।

‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রের পোস্টার । ছবি: রেডমার্ক ফিল্ম প্রোডাকশন

পরিচালক আসিফ ইসলাম ছবিটির বিশেষ দিক উল্লেখ করে জানান– যাত্রাশিল্পীদের ভূমিকায় যারা অভিনয় করেছেন, তারা সবাই বাস্তবের যাত্রাশিল্পী। তিনি বলেন, ‘তারা হয়তো যাত্রাশিল্পের শেষ প্রতিনিধিদের একটি দল। তাদের শিল্পকে এই চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করতে পেরে আমি গর্বিত। এ যেন যবনিকা টানার আগে তাদের জন্য শেষ এক মঞ্চ!’

রেডমার্ক ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবির গল্পে দেখা যাবে, ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালার জোর প্রস্তুতিকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামে উত্তেজনা তুঙ্গে। প্রধান অভিনেতার দৃঢ় বিশ্বাস, আলোছায়ার একমাত্র কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজেই। কিন্তু শহর থেকে আসা গ্ল্যামারাস নৃত্যশিল্পী প্রিন্সেস রোজি দর্শকদের মন জয় করে নিতে থাকেন মঞ্চে ওঠার আগেই! রাতের পর্দা নামার সঙ্গে ঝলমলে আলো আর ছন্দের তালে তালে প্রত্যাশার রঙ বদলাতে শুরু করে।

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছেন আসিফ ইসলাম । ছবি: মস্কো উৎসবের ওয়েবসাইট

যাত্রার সঙ্গে পরিচালক আসিফ ইসলামের প্রথম পরিচয় শৈশবে, ঢাকার প্রান্তবর্তী একটি দুর্গাপূজার মেলায়। ঝলমলে আলো, সুরের মায়া আর রঙিন সাজসজ্জা তার মনে গভীর ছাপ ফেলে। সেই অভিজ্ঞতার আলোকে চলচ্চিত্রের গল্প বলার ধারণাকে গড়ে তুলতে এই নির্মাতার জন্য সহায়ক হয়েছে।

‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ তৈরি প্রসঙ্গেক আসিফ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘২০১৮ সালে বহু বছর পর আবার যাত্রা দেখার সুযোগ হয় আমার। সেই রাতের পালা ছিলো ‘নবাব সিরাজউদ্দৌলা’। আশ্চর্যের বিষয়, এই যাত্রাপালাই ৩৫ বছর আগে প্রথম দেখেছিলাম। কিন্তু এবার সবকিছুই অন্যরকম মনে হলো। একসময়ের শক্তিশালী ও আবেগময় যাত্রার মঞ্চ এখন পরিণত হয়েছে প্রায় প্রাপ্তবয়স্ক নৃত্য-আসরে। দর্শকরা আজ আর কাহিনি দেখতে আসে না। তাদের আগ্রহ শহর থেকে আসা এক ‘প্রিন্সেস’ নৃত্যশিল্পীকে ঘিরে। কয়েকটি দৃশ্যের পরেই যাত্রাপালা থেমে যায়, যখন প্রধান অভিনেতাকে দর্শকদের অপমানের মুখে পড়ে মঞ্চ ছাড়তে হয়। সেই অস্বস্তিকর রাতে গভীরভাবে উপলব্ধি করি যাত্রা কীভাবে বদলে গেছে, কীভাবে সে টিকে থাকার লড়াই করছে এমন এক সময়ে যখন ঐতিহ্য আর সময়ের চাহিদা এক নয়। আমি মনে করি, এই গল্প বলা জরুরি। শুধু স্মৃতির জন্য নয়, বরং যাত্রার ক্রমে বিলীন হয়ে যাওয়া আত্মাকে ধারণ করার জন্য। ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ আমার সেই শীতের রাতকে পুনর্নির্মাণের একটি প্রচেষ্টা, একটি প্রতিচিন্তা, যেখানে আজকের যাত্রার ভঙ্গুর বাস্তবতা উঠে এসেছে।”

‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন লিয়ন, আসিফ ইসলাম ও জগন্ময় পাল। শুটিং শেষে এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। শব্দগ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। প্রযোজনায় জান্নাতুল বাকের খান ও আসিফ ইসলাম। সহ-প্রযোজনায় সাকিব ইফতেখার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *