বজ্রপাতে দুই জেলায় ৭ মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকি ছবি: পিক্সেল থেকে সংগৃহীত

দেশের কয়েকটি জেলায় রোববার বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, কিশোরগঞ্জে রোববার বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন কলেজ শিক্ষার্থীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০) হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান। অন্যদিকে, দুপুরে বৃষ্টির মধ্যে বাইরে থাকাকালে বজ্রপাতে ফয়সাল মিয়া (২৮) নিহত হন।

এছাড়া, দুপুরে কুলিয়ারচর উপজেলায় মাঠে কাজ করার সময় হাজী আসমত কলেজের ছাত্র কবির হোসেন বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা জানান, তাদের সবাইকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নাসিরনগর উপজেলার টেকানগর গ্রামের আবদুর রাজ্জাক ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

একই উপজেলার বেইরিবাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় শামসুল হুদা বজ্রপাতে নিহত হন।

এদিকে, দুপুরে আখাউড়া উপজেলায় বজ্রপাতে জামির খাঁ ও সেলিম মিয়া নামের আরও দুজন নিহত হন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *