‘বকুলপুরের’ পর ‘রূপনগর’

টাইমস রিপোর্ট
1 Min Read

দীপ্ত টিভিতে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিক ‘বকুলপুর’। সে সাফল্যে তারা নিয়ে এসেছে নতুন তারকাবহুল ধারাবাহিক নাটক ‘রূপনগর’। যেটি প্রচার হবে শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯টা ৩০ মিনিটে। এ মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ।

নাটকটির গল্প বোনা হয়েছে পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’ কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙ তামাশার ঢালে। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। তারা সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।

গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরো অনেকে। রূপনগরের চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত। দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে নাটকটি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *