‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন: সন্দেহভাজন চিহ্নিত

টাইমস রিপোর্ট
2 Min Read
চারুকলায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি ও ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
Highlights
  • রমনা বিভাগের ডিসি মাসুদ আলম স্বীকার করে বলেন, 'সন্দেহভাজনের পরিচয় প্রকাশ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা এখন কঠিন হয়ে পড়েছে। তিনি আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছেন বলে আমরা ধারণা করছি'।

চারুকলায় পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য নির্মিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে চিহ্নিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ চারুকলা প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অভিযুক্তকে শনাক্ত করেছে বলে জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) ভোররাতের ওই নাশকতার পর চারুকলার শিক্ষার্থীরা টানা পরিশ্রম করে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
র নতুন মোটিফ তৈরি করেন। সেটি নিয়েই এবার পহেলা বৈশাখের সকালে আনন্দ শোভাযাত্রা হয়।

পুলিশ বলছে, অভিযুক্তের নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। এর আগে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে তার পরিচিতি রয়েছে।

তবে মোটিফে আগুন দেওয়ার নাশকতার ওই ঘটনার দুদিন পরেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম স্বীকার করে বলেন, ‘সন্দেহভাজনের পরিচয় প্রকাশ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা এখন কঠিন হয়ে পড়েছে। তিনি আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছেন বলে আমরা ধারণা করছি’।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার (১৩ এপ্রিল) জানান, তদন্তে অগ্রগতি হয়েছে এবং আশা করা যাচ্ছে, শোভাযাত্রা শুরুর আগেই অভিযুক্তকে গ্রেপ্তার সম্ভব হবে।

তবে সোমবার (১৪ এপ্রিল ) কড়া নিরাপত্তায় শোভাযাত্রা শেষ হলেও গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি জানানো হয়নি।

এ ঘটনায় চারুকলায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। আরবি বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিডিও দেখে তারা অভিযুক্তকে চিনতে পেরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। meanwhile শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *