রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সোমবার (২১ এপ্রিল) নাকি ঢাকা কলেজের এক ছেলেকে সিটি কলেজে ছাত্ররা মেরেছে। এর জেরে মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের ছাত্রকে মারধর করলে সংঘাতের সূচনা হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে তারা সিটি কলেজের সামনের সড়কে এসে অবস্থান নেন। এ সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে এবং রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষের সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠি দেখা গেছে।
পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
বেলা ১ টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে উভয় পক্ষ সরে যায়, সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, এর কিছুক্ষণ পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সেখানে শুরু হয় স্বাভাবিক যান চলাচল।
এর আগে ১৫ এপ্রিলও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এ ধরনের উত্তেজনা এবং সংঘর্ষ আগেও একাধিকবার ঘটেছে।