ফের বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে সারা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাকৃবি শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে সারা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছয় দফা দাবি মেনে না নেওয়ায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেলপথ অবরোধ করেন তারা। এ সময় বেশ কিছুক্ষণের জন্য রেল চলাচল বন্ধ থাকে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আন্দোলনকারীরা জানান, সোমবার বেলা ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যানসহ ছয় দফার আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছয় দফা দাবি মেনে না নেওয়ায় আবারও অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ছয় দফা দাবি জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে অবহেলা করছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়েছি রেলপথ অবরোধের মতো কঠিন কর্মসূচি নিতে।’

‘আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিক। বহিরাগতদের হামলা, নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় আমরা ভীষণভাবে হতাশ হয়েছি। আমাদের ছয় দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে’ বলেও জানান অপর এক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- হল খালি করার নির্দেশনা প্রত্যাহার, আবাসিক হলের সব ধরনের সুবিধা সচল রাখা, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিত করা এবং একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *