প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পাচ্ছেন। শনিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আজীবন সম্মাননাসহ ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ফেরদৌস আরা বলেন, ‘যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এ ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করি।’

সংবাদ সম্মেলনে আরো ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ঢাকা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যাট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ রায়হান কাউসার, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ ইদ্রিসুর রহমান।

এবারের আসরের বিচারকদের মধ্যে সংবাদ সম্মেলনে অংশ নেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন।
১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের প্রকল্প পরিচালক হিসেবে আছেন রাজু আলীম। তিনি জানান, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস সংগীতের মহোৎসব। এবার এই উৎসবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফ্যাশন শো।

দেশের সুস্থধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানানো হয় এই আয়োজনে।