ফিলিস্তিন সংহতি: সোমবার ছয় বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

admin
By admin
1 Min Read
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশের অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয় বৈশ্বিক ধর্মঘটে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ব্র্যাকইউ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সোমবার ওই ধর্মঘটের আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সকল কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এ দিন মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিকাল ৪টায় সংহতি সমাবেশও আহ্বান করা হয়েছে।

নিপীড়িত গাজাবাসীর পক্ষে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ডাকা হরতাল কর্মসূচিতে সাড়া দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওই ধর্মঘট পালন করতে যাচ্ছে। গাজাবাসীর পক্ষ থেকে এ দিন বিশ্বের দেশে দেশে  একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে ফটো পোস্ট করেছেন। ইংরেজি অক্ষরে ছবিতে লেখা রয়েছে, ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ’, অর্থাৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, সংহতি জানাই। আগামীকাল ৭ এপ্রিল ইসরায়েলি দখলদারত্ব ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দিন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *