কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অসুস্থতায় গল টেস্ট মিস করলেও এই ম্যাচের একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাথে প্রায় দেড় বছর পর টেস্ট ম্যাচ খেলছেন পেসার এবাদত হোসেন। এসিএলের চোটে পড়ে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত।
টসের সময় অধিনায়ক শান্ত জানান, মিরাজকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক। হাসান মাহমুদ চোটে পড়ায় তার বদলি হিসেবে একাদশে এসেছেন ডানহাতি পেসার এবাদত। শ্রীলংকা একাদশে এসেছে দুটি বদল। অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিশালুর। অবসর নেয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় এসেছেন তিনি। চোটে ছিটকে যাওয়া মিলান রথনায়েকের বদলি বিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, নাহিদ রানা।
শ্রীলংকা একাদশ: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, সোনাল দিনুশা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্ডু রাত্নায়াকে, ভিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।