সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতাল এ অপারেশন করা হয়।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আজ দুপুরে (রবিবার) মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকির অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন হয়েছে। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে ডাক্তাররা জানিয়েছেন যে অপারেশন সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে আছেন এবং সুস্থতার পথে আছেন। সবাই দোয়া করবেন।’
শনিবার সন্ধ্যায় কক্সবাজারে চারদিনের সফরে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, তিনি হোটেল ওশেন প্যারাডাইসে থাকা অবস্থায় বুকে এবং পেটে ব্যথা অনুভব করেন। রাত প্রায় ১০টা ৩০ মিনিটে তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ধারণা করেছিলেন এটি খাদ্য বিষক্রিয়া হতে পারে। তবে পরবর্তী চিকিৎসা নির্ণয়ে দেখা যায়, ফারুকির অসুস্থতার কারণ ছিল শারীরিক চাপ ও অতিরিক্ত পরিশ্রম।