প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে থাকছেন না নূরুল কবীর

টাইমস রিপোর্ট
3 Min Read
নূরুল কবীর। ছবি সংগৃহীত

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও দ্য নিউজ এইজের সম্পাদক নূরুল কবীরসহ ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে না থাকার কথা জানিয়েছেন নূরুল কবীর। মঙ্গলবার রাতে তিনি এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন: ‘চরম বিস্ময়ের বিষয় হলো, সরকারের তথ্য মন্ত্রণালয় আমার নামের ভুল বানানে গেজেট আকারে প্রকাশ করেছে রাষ্ট্রের প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে। পূর্বানুমতি ছাড়াই আমার নাম যুক্ত করা হয়েছে। এর আগে একাধিকবার বিভিন্ন সরকার আমাকে এই কাউন্সিলে থাকার অনুরোধ করেছিল, যা আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউ–সরকার কিংবা অন্য কেউ–আমার সম্মতি নেওয়ার প্রয়োজনও মনে করেনি। এটি সত্যিই বিস্ময়কর। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, যদি এমন কেউ থেকে থাকে, দয়া করে আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে এ অনুগ্রহটি করুন।’

এর আগে, সোমবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্তি হয়েছে, তারা হলেন-

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত

ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)

দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)

মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)

মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার)

নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)

দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)

সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত

শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)

রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)

আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব)

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(৩)(ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি

অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত

ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত

জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)

এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *