ঈদুল ফিতর ও রমজানের দীর্ঘ ছুটি কাটিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারো ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি মাদ্রাসাগুলোতেও এ দিন থেকে চালু হয়েছে ক্লাস। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবে বুধবার (৯ এপ্রিল)।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বেশ কিছু বিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে নোটিশ দিয়েছে, সেখানেও একই তথ্য পাওয়া গেছে।
গত ২ মার্চ থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। এর আগে ২৮ ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় ২৭ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিকে কার্যত ছুটি শুরু হয়। ঈদ ও রমজান মিলিয়ে প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পুরোদমে শুরু হবে।
এদিকে, মাদ্রাসাগুলো ২৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে মোট ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে সব মাদ্রাসায় ক্লাস চালু করার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতেও ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার ( ৩ এপ্রিল)। এরপর ৪ ও ৫ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ফলে গত ৬ এপ্রিল (রোববার) থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হয়েছে।