প্রশ্নবিদ্ধ পুলিশের পদক তালিকা

টাইমস রিপোর্ট
2 Min Read
পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ। ফাইল ছবি, পুলিশ সদর দপ্তর

সাহসিকতা ও সেবার স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ পদক তুলে দেবেন।

চারটি ক্যাটাগরিতে দেওয়া হয় এ পদক—বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা। এবার সাত সদস্যের একটি কমিটি চূড়ান্ত তালিকা প্রণয়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যা শিগগির গেজেট আকারে প্রকাশ হবে।

তবে ঘোষণার আগেই পিপিএম ও বিপিএম সম্ভাব্য তালিকা ফাঁস হয়ে যাওয়ায় বাহিনীতে চলছে তোলপাড়। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এ তালিকায় ৬২ জন পদকপ্রাপ্ত কর্মকর্তার নাম রয়েছে। এরমধ্যে ২১ জন উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি রয়েছে চুক্তিভিক্তিক কর্মকর্তার আধিক্য।

এছাড়া পদক প্রদান কমিটিতে আছেন সদ্য সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এবং অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম প্রমুখ। তবে কমিটিতে থাকা কিছু কর্মকর্তার নিজেরাই পদকের জন্য মনোনীত হওয়া নিয়ে পুলিশের ভেতরে চলছে আলোচনা-সমালোচনা।

এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ও বিভাগীয় পুলিশের কয়েকজন কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। পদকপ্রাপ্তির তালিকায় নাম লেখাতে দৌড়-ঝাঁপ করার অভিযোগও রয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে ৪০০ জনকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হলেও, ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে বিতর্কিত নির্বাচন সংশ্লিষ্টতার অভিযোগে ১০৩ কর্মকর্তার পদক বাতিল করে। এবার পদকসংখ্যা কমানো এবং বাছাইয়ে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র (এআইজি, মিডিয়া) ইমামুল হক সাগর টাইমস অব বাংলাদেশকে বলেছেন, ‘পুলিশের পদকপ্রাপ্তির তালিকা গোপন কিছু নয়। কারা পদক পাবেন, তা সমাগ্রিকভাবে যাচাই-বাছাই করে করা হয়েছে। এজন্য একটি কমিটি রয়েছে। তারা প্রত্যেকেই ডেকে ডেকে কথা বলে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজের অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন।’

তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রতিবছর পুলিশ সপ্তাহের আগে প্রজ্ঞাপন হয়ে থাকে, এবারও তাই হবে।’

‘কাজের মূল্যায়ন করেই পদক প্রাপ্তদের তালিকা করা হয়েছে’, দাবি করেন এআইজি সাগর।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *