আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকে অংশ নেবে- আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এর আগে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। গত ২২ জুলাইও প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। এ বৈঠকে তিনি দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া এরপর প্রধান উপদেষ্টা আরও ২৫টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন। একাধিকবার দলের মধ্যে রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনকালীন শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার গঠনের পর ১১ আগস্ট প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে একাধিকবার দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।