প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা

টাইমস রিপোর্ট
1 Min Read
এনসিপি চার সদস্যের প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায়। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছেছে।

প্রতিনিধিদলে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রতিনিধিদলটি রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায়। এর আগে, বিকাল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এছাড়া, বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকের সূচি রয়েছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধ এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে, প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এই ঘটনায় প্রায় সব রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে।

সূত্রগুলো থেকে জানা গেছে, আলোচনায় আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচিত হতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *