অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
ইসহাক দার প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং তার সফরের প্রধান ফলাফলগুলো সম্পর্কে অবহিত করেন।
সফরকালে তার এবং তার প্রতিনিধিদলের জন্য চমৎকার ব্যবস্থা এবং উষ্ণ আতিথেয়তার জন্য ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি (ইসহাক দার)।