প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ হাজী

টাইমস রিপোর্ট
1 Min Read
বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীরা। ফাইল ফটো, বিমান বাংলাদেশ

পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ হাজী। ফুল দিয়ে প্রথম ফিরতি ফ্লাইটের হাজীদের বরণ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ফুল দিয়ে হাজীদের স্বাগত জানান বেবিচক চেয়ারম্যান। বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এ দিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে বলে জানা গেছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *