আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আন্দোলনরত প্রকৌশলদের সমন্বয়ে ওই কমিটি গঠিত হয়।
এই কমিটি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৭ দাবির বিষয়েও বিবেচনা করবে এই কমিটি।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক শাখার অতিরিক্তি সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পাশাপাশি কমিটিতে আছেন- শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রকৌশল প্রতিনিধিদের মধ্যে আছেন- ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান প্রকৌশলী তানভির মঞ্জুর।
এ ছাড়া কমিটিতে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই কমিটি সরকারের কাছে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দেবে।
এদিকে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে এ সংঘর্ষ হয়। এ সময় অনেকেই আহত হন।
দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে শাহবাগের মূল সড়ক অবরোধ করেন তারা।
এর ফলে শাহবাগ এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের ভোগান্তি তৈরি হয়।
প্রকৌশল শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা, এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবি। এসব দাবি নিয়ে তারা মঙ্গলবারও শাহবাগে পাঁচ ঘণ্টা অবস্থান করেছিলেন।