পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ও সময় ঘোষণা করেছে ভ্যাটিকান। শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই শেষকৃত্য।
কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে ধর্মীয় এই আয়োজনে নেতৃত্ব দেবেন এবং সমাপ্তি প্রার্থনার মাধ্যমে পোপকে ঈশ্বরের হাতে ‘সমর্পণ’ করবেন।
পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, আড়ম্বরহীনভাবে তাকে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়—যেখানে একটি সাধারণ কাঠের কফিনে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
ভ্যাটিকান জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত থাকবে। এই শ্রদ্ধানুষ্ঠান চলবে অন্ত্যেষ্টিক্রিয়ার দিন পর্যন্ত।
৮৮ বছর বয়সী বিশ্বের প্রথম দক্ষিণ আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন। ইস্টার সানডেতে তিনি প্রকাশ্যে হাজির হলেও পরদিন সকালে তার মৃত্যুর খবর জানায় ভ্যাটিকান।
বিশ্বজুড়ে শোকবহ পরিবেশের মধ্যে এরই মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষ জড়ো হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা শেষকৃত্যে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কার্ডিনালদের বৈঠকে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা ঠিক করা হয়েছে। তারাই আগামী মাসে নতুন পোপ নির্বাচন করবেন।