২০১৩ সালে পুলিশের কাজ বাধা দেওয়ার অভিযোগে রমনা মডেল থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রায় দেন।
ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানায় মির্জা ফখরুলসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে তদন্ত কর্মকর্তারা ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
ফখরুলের আইনজীবী আরও বলেন, উচ্চ আদালত মামলার অভিযোগের অংশ বাতিল করার আদেশ দেয় এবং তার পরিপ্রেক্ষিতে আদালত ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়। তবে অন্য আসামিদের বিচার চলবে।