পুরোপুরি নষ্ট হয়ে গেছে নজরুলের ‘ধ্রুবের’ নেগেটিভ

টাইমস রিপোর্ট
1 Min Read
'ধ্রুব' ছবির দৃশ্যে কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ধ্রুব আসল নেগেটিভ চিরতরে হারিয়ে গেছে। কলকাতার এনটি১ স্টুডিওর পরিচালক সৌগত নন্দী সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, ছবিটির নাইট্রেট উপাদান নষ্ট হয়ে গেছে এবং আর কোনোভাবেই পুনরুদ্ধার সম্ভব নয়।

৯১ বছর সত্যেন্দ্রনাথ দের সঙ্গে যৌথভাবে নজরুল ছবিটি পরিচালনা করেছিলেন এবং এতে অভিনয়ও করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষের নাটক ভক্ত ‘ধ্রুব’ অবলম্বনে নির্মিত ছবিটি ১৯৩৪ সালে কলকাতায় মুক্তি পায়। প্রযোজনা সংস্থা হিসেবে ‘পায়োনিয়ার ফিল্ম করপোরেশন/মদন থিয়েটার্স’-এর নাম পাওয়া যায়।

১৯৩১ সালে প্রতিষ্ঠিত এল এনটি১ স্টুডিওতে দীর্ঘদিন ধরে বহু পুরোনো নেগেটিভ সংরক্ষিত ছিল। তবে সেলুলোজ নাইট্রেট ফিল্ম অত্যন্ত ভঙ্গুর এবং অগ্নিসংবেদনশীল; সঠিক ঠান্ডা পরিবেশ ছাড়া তা দ্রুত নষ্ট হয়ে যায়। নন্দীর ভাষায়, ধ্রুব–এর উপাদান অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আগুন লাগার ঝুঁকিও ছিল। শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।

তিনি আরও জানান, একসময় ছবিটি ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভের সংরক্ষণ তালিকায় থাকতে পারে। তবে তাদের অনলাইন ক্যাটালগে ছবিটির নাম নেই। বাংলাদেশেও পরিস্থিতি একই—নজরুল পরিবারের কাছে কোনো কপি নেই, কবি নজরুল ইনস্টিটিউটের কাছেও নয়। তবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির একটি মাত্র রিল—প্রায় ১০ মিনিট দৈর্ঘ্যের—সংরক্ষিত আছে বলে জানা যায়। কিছু ক্ষণস্থায়ী সাদা-কালো অংশ অনলাইনে পাওয়া গেলেও সম্পূর্ণ সংস্করণ আর খুঁজে পাওয়া যায়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *