নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফে অগ্নিসংযোগের পর সেটি আবারও তৈরির কাজ শুরু করেছেন চারুকলার শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্র থাকবেই, তবে আমরা থামবো না।’
শনিবার (১২ এপ্রিল) চারুকলা পরিদর্শনে এসে উপচার্য এ কথা বলেন।
তিনি আরো জানান, মোটিফ তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে এবং সব সরঞ্জাম পৌঁছে গেছে।
প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এক মাসের কাজ একদিনে সম্ভব না, তবে শিল্পীদের উপর আস্থা আছে।’
শিল্পীরা এখন দ্রুততম সময়ে মোটিফটি শেষ করার চেষ্টা করছেন।
শনিবার ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে আগুন দেয় দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন এক ব্যাক্তিকে এরই মধ্যে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেদিন ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, ‘আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্যমূলকভাবেই ঘটানো হয়েছে—এটি আমরা নিশ্চিত।’
আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা।’