পিএসএলে খেলতে বিসিবির কাছে এনওসি চাইলেন মিরাজ

টাইমস স্পোর্টস
2 Min Read
পাকিস্তান সুপার লিগ ২০২৫ এ অংশ নিতে মুখিয়ে আছেন মিরাজ। ছবি: সংগৃহীত

জাতীয় দলের বাইরে, এবার লাহোর ক্বালান্দার্সের হয়ে খেলার অপেক্ষায়

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫–এ অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার লাহোর ক্বালান্দার্সের হয়ে খেলার অনুমতি চাইছেন, যারা ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে এবং আগামী বৃহস্পতিবার এলিমিনেটরে মাঠে নামবে লাহোরেই।

হঠাৎ এই সিদ্ধান্ত এসেছে মিরাজকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়ার পর। সামনে কোনো জাতীয় দলের দায়িত্ব না থাকায়, বোর্ড অনুমতি দিলে মিরাজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারবেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টার–কে জানিয়েছেন,

“মাত্র আধা ঘণ্টা আগে মিরাজ এনওসির জন্য আবেদন করেছে। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।”

শাকিবের পর এবার মিরাজ?

শাকিব আল হাসান ইতোমধ্যে লাহোর ক্বালান্দার্সের হয়ে মাঠে নেমে গেছেন। পেশোয়ার জালমির বিপক্ষে তার অভিষেক ছিল নাটকীয় ও আলোচিত। শাকিবের যোগদানে দলটির শক্তি যেমন বেড়েছে, তেমনি মিরাজের মতো একজন কার্যকর অফস্পিনার ও প্রয়োজনীয় ব্যাটিং ভরসা যুক্ত হলে প্লে-অফে তাদের সম্ভাবনা আরও বাড়বে।

মিরাজ এর আগেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তবে পিএসএলে এটি হতে পারে তার প্রথম—যা আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে। বিপিএলে সাম্প্রতিক ফর্মের কারণে কয়েকটি বিদেশি দল আগ্রহ দেখালেও, সব নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর।

তবে পাকিস্তানে গিয়ে খেলা নিয়ে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা জটিলতা থাকায়, বিসিবি হয়তো বিষয়টি যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এখন সব চোখ বিসিবির দিকে। মেহেদী হাসান মিরাজ অপেক্ষায়—লাহোরে যাওয়ার ছাড়পত্র মিললেই পিএসএল–এর বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *