বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের দুটি পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত ‘সশস্ত্র চাঁদাবাজ গোষ্ঠীর’ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি গাদা বন্দুক, ১টি সেমি-অটো রাইফেল, ২টি গান ব্যারেল, দেশীয় ধারালো অস্ত্র ও চাঁদা আদায়ে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এ অভিযান চালানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা পাওয়া যায়, আটককৃত চাঁদাবাজ দলটি পার্বত্য চট্রগ্রামের একটি সশস্ত্র দলের পক্ষে সাধারণ জনগণের নিকট হতে চাঁদা আদায় করে থাকে।’ তবে এতে দলটির নাম প্রকাশ করা হয়নি।
আটক ব্যক্তিরা হলেন পুনর্বাসন চাকমাপাড়ার আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তিরঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫) ও জ্যোতি বিকাশ চাকমা (২৮) এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়ার পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)।
গ্রেপ্তারকৃতদের বান্দরবান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে ‘পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা দেওয়া থেকে বিরত’ থাকার আহ্বান জানানো হয়েছে। ‘সন্ত্রাসী গোষ্ঠী কেউ চাঁদা দাবি’ করলে তাৎক্ষণিকভাবে সেনা জোনে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এমন তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।