পাহাড়ে দখলদারদের তালিকা প্রকাশের দাবি

টাইমস রিপোর্ট
1 Min Read
`পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা নিরসনের লক্ষ্যে ভূমি কমিশন সক্রিয়করণ’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

পার্বত্যাঞ্চলে বিগত সরকারের আমলে কেমন পরিমাণ জমি অবৈধভাবে দখল এবং কত সংখ্যক রাজনৈতিক অভিবাসী (সেটেলার) পুনর্বাসন করা হয়েছে– তা প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা নিরসনের লক্ষ্যে ভূমি কমিশন সক্রিয়করণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন তারা। এ সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

বক্তারা অভিযোগ করেন, ভূমি বিরোধ নিষ্পত্তির বদলে বিভিন্ন সময়ে সরকার জুম্ম (পাহাড়ি) গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

এছাড়া বিগত বছরে ভূমি কমিশন গঠিত হলেও তা কার্যকর হয়নি। রাজনৈতিক সদিচ্ছায় শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন থমকে আছে বলেও অভিযোগ তাদের।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘পার্বত্য সমস্যা নিরসনে সরকার রাজনৈতিক উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সঙ্কট তৈরি হবে।’

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) শামসুল হুদা, সিপিবির  রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজরুল রশিদ ফিরোজ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *