পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা  

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি, উইকি
Highlights
  • ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। এটি বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।

ধর্মমতে, এ দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি শুভেচ্ছা বার্তা বলেন, ‘এ বছরের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’

‘এ বছর বুদ্ধ পূর্ণিমার আয়োজন এমন এক সময়ে এসেছে, যখন ভগবান বুদ্ধের শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বাণী আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক,’ উল্লেখ করেন তিনি।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই পবিত্র দিনে আমি কামনা করি—মানবজাতির পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দের আলোয় আলোকিত।‘

বাংলাদেশে দিনটি সরকারি ছুটি। এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেছেন বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।

এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হচ্ছে। অনেক বৌদ্ধ বিহার ও মন্দিরে সন্ধ্যায় উড়ানো হবে ফানুস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *