পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত  

টাইমস ন্যাশনাল
1 Min Read
নিহত যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা। ছবি: ইউএনবি

পাবনা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। ওই সংঘর্ষে একজন আহত হন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়,  শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর ব্রিজের সামনে সংঘর্ষে জড়ায় দুই। এতে স্থানীয় যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নিহত ও তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫) আহত হন।

নিহত পাভেল ইসলামপুর গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, ‘মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের’ জেরে প্রতিপক্ষের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল পাভেলদের।

শনিবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *