পাবনার ফরিদপুরে ডোবার পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার খাগরবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো–উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডল এর ছেলে জিয়ারুল (৩) ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন (২)।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।