পাক-ভারত উত্তেজনায় স্থগিত আইপিএল

টাইমস স্পোর্টস
2 Min Read
স্থগিত আইপিএল, ভারত-পাক উত্তেজনায় নিরাপত্তাজনিত উদ্বেগে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। ছবিঃ আইপিএল

ক্রিকেট মানেই উত্তেজনা। কিন্তু এবার যে উত্তেজনা, তা মাঠে নয়—সরাসরি সীমান্তে। ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল বিসিসিআই, কারণ ভারত-পাকিস্তান সীমান্তে হঠাৎ করে বেড়ে যাওয়া সামরিক উত্তেজনা।

শুক্রবার (ভারতীয় সময়) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিদ্ধান্তটি আসে এমন এক সময়ে, যখন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন হঠাৎ আলো নিভে যায়, এবং সঙ্গে সঙ্গেই বাজতে শুরু করে এয়ার রেইড সাইরেন।

প্রথমে ভাবা হয়েছিল, স্টেডিয়ামের ফ্লাডলাইটে প্রযুক্তিগত সমস্যা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে — জানা যায়, স্টেডিয়ামের আশেপাশে যুদ্ধকালীন সতর্কতা জারি হয়েছে। ধর্মশালা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পাঠানকোট অঞ্চলে যুদ্ধবিমানের গতি ও এয়ার রেইড সাইরেন শোনা গিয়েছিল তার আগেই।

এরপর আর ঝুঁকি নেয়নি বিসিসিআই। সরকারের সঙ্গে আলোচনার পরই তারা সিদ্ধান্ত নেয়—এই অবস্থায় ক্রিকেট নয়, আগে খেলোয়াড়দের নিরাপত্তা।

এক সিনিয়র বোর্ড কর্মকর্তা ‘হিন্দুস্তান টাইমস’কে বলেন, “খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত থাকবে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে, আবার শুরু করা যাবে কি না।”

ঘটনার সময় মাঠে থাকা বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দেয়। অস্ট্রেলীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তাদের কয়েকজন খেলোয়াড় এরই মধ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যেই তৈরি হয় “হালকা আতঙ্ক”।

এই প্রথম নয়, তবে অনেক বছর পর এমন রকমভাবে মাঝপথে থেমে গেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এবার শুধু ক্রিকেট নয়, রাজনৈতিক উত্তেজনাও ঢুকে পড়ল খেলার মাঠে।

বোর্ড জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *